নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
আজ সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নারীর জন্য নিরাপদ নোয়াখালী প্রচারাভিযানের ব্যানারে অনুষ্ঠিত মানবন্ধনে অংশগ্রহণকারীরা কর্মস্থল, হাসপাতাল ও গণপরিবহণে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শিরীন আক্তার, সদস্য সচিব অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, এনআরডিএস এর অর্থ ও প্রশাসন প্রধান অমল কৃষ্ণ অধিকারী, নারীর জন্য নিরাপদ নোয়াখালী প্রচারাভিযানের সদস্য নুরুল আলম মাসুদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওমর ফারুক, সাংবাদিক জামাল হোসেন বিষাদ।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন