প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসিতে ফেল করায় রহিমা আক্তার (১৫) নামে এক ছাত্রী আত্নহত্যা করেছে। সে গৃহ পরিচালিকার কাজ করত। উপজেলার চম্পকদি গ্রামের মালিকের বাড়ির ১টি কক্ষে বৃহস্পতিবার রাত ৮টার সময় গলায় ওড়না পেচিয়ে সে আত্নহত্যা করে। রহিমা পাশ্ববর্তী এলাকার কাঠালতলী গ্রামের দিনমজুর আইয়ুব আলীর মেয়ে।
সিরাজদিখান থানার এস আই সুব্রত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত ১১টার সময় লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে সিরাদিখান থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে। লাশ ময়নাতদনে্তর জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১ জানুয়ারি ২০১৬/শরীফ