বাগেরহাটে হত্যা মামলায় আটক বিচারাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মো. কোহিনুর হাওলাদার (৫৫) নামের ওই হাজতির মৃত্যু হয়। কোহিনুর হাওলাদার রামপাল উপজেলার কাটাখালি গ্রামের মো. আব্দুর মালেক হাওলাদারের ছেলে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, বেলা সাড়ে ১১ টার দিকে কোহিনুর হাওলাদার বুকে ব্যথা অনুভব করার পর তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোহিনুর হাওলাদার হত্যা মামলার আসামি হিসেবে আটক হয়ে ১১ জানুয়ারি বাগেরহাট জেলা কারাগারে আসে। বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাঈদ আহমমেদ জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কোহিনুর হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা গেছেন। ময়না তদন্তে কোহিনুর হাওলাদারের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ