পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ মেধাবী বেলালের জন্ম থেকে দুই হাত নেই। পা আছে তাও খানিকটা বাঁকা। শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও উপজেলার উমিদপুর দাখিল মাদ্রাসা থেকে বেলাল আকন জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। পা দিয়ে লিখে এ বছর জিপিএ-৫ পেয়ে সাবাইকে অবাক করে দিয়েছে। তাকে নিয়ে স্থানীয় সাংবাদিকরা পত্র-পত্রিকায় লেখালেখির পর সবার নজরে আসে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফ্লিম বেলালকে নিয়ে তৈরি করছে প্রামাণ্য চিত্র।
জানা গেছে, গত শুক্র ও শনিবার চ্যানেল আই-এর একটি দল ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানের জন্য নীলগঞ্জ ইউনিয়নের উমিদপুর গ্রামে শারীরিকভাবে অক্ষম বেলালের বাড়িতে প্রামাণ্যচিত্রের জন্য দৃশ্য ধারণ করে। অনুষ্ঠানটি আগামী ২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবার কথা রয়েছে।
অনুষ্ঠারে প্রযোজক শেখ মো.ওবাইদুল কবির জানান, মেধাবী ছেলেদের পাশে থাকা আমাদের যেমন দায়িত্ব, তেমনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিসহ সরকার যদি এগিয়ে আসে তাহলে অনেক দরিদ্র মেধাবী শিশু উপকৃত হবে বলে মনে করি।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা