নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ফোনসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে স্বপন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার গভীর রাতে আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. স্বপন (১৯) ওই গ্রামের ছেলামত উল্যা বাড়ির হুক্কা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১০/১৫ জনের একদল ডাকাত আনন্দপুর গ্রামের আমিন উল্যা মাস্টার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা প্রবাসী হারুনের ঘরের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল ও মূল্যবান জিনিসসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ সময় মসজিদে ডাকাত আসার বিষয়টি ঘোষণা করা হলে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে। পরে পার্শ্ববর্তী বাড়ির স্বপনকে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনাইমুড়ি থানার ওসি হানিফুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার বলেন, ১ জন অপরাধী ধরা পড়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা