পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর চরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে শাড়ি ছিল, বয়স ২৫ থেকে ৩০ বলে জানায় পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বলেন, রবিবার বিকেলে স্থানীয়রা চরে একটি আখ ক্ষেতের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মা নদীর মাঝে জেগে ওঠা ভোলার চর নামক স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা