বগুড়ার দুপচাঁচিয়ায় বড়ধাপ গ্রামের নিমতলা এলাকার একটি সরিষা ক্ষেত থেকে রোকেয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের আব্দুস সোবহানের মৃত্যুর পর তার স্ত্রী রোকেয়া বেওয়া প্রায় ১০ বছর ধরে বড় ছেলের বাড়িতে থাকতেন। গত শনিবার থেকে হঠাৎ করে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর এক পর্যায়ে রবিবার বাড়ির পাশের নিমতলা এলাকার একটি সরিষার ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। খবর পেয়ে বৃদ্ধার স্বজনরা লাশ সনাক্ত করে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, তাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে সে বিষয়টি জানতে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ