কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় আবু সাঈদ (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বিন্নাটি ইউনিয়নের জুগিরখালী বন্দের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, পরকীয়ার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ