মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পুলিশ ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ইশ্বরদী উত্তরপাড়া এলাকার বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (২৫) ও একই উপজেলার একতারপুর পশ্চিমপাড়া এলাকার রিয়াজ উদ্দীন শেখের ছেলে সুজন (২০)। আজ সোমবার সকাল ৮টার দিকে পিরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযানটি চালায়। একটি টিম হাড়াভাঙা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ