টেকনাফে সীমান্তে সাড়ে ৬১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা। আটক যুবক টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুরা এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে সাব্বির আহাম্মদ (৩২)।
২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তখন ২১ হাজার ৪৫২ পিস ইয়াবাসহ সাব্বিরকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমাণিক মূল্য ৬৪ লাখ ৩৫ হাজার ৬ শ' টাকা বলে জানা যায়। আটক যুবককে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া একইদিন ভোর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে জওয়ানরা হ্নীলা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমাণিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ