সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলার আয়োজনে সমবায় মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল তিজ্ঞা, সাংগঠনিক সম্পাদক জাকব খালক প্রমুখ।
বক্তারা এসময় সমতল আদিবাসী ও পাহারের আদিবাসীদের মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ