শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ইউএনও'র কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। আজ সকালে উপজেলার থানার মোড় থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বি.এম হেমায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম হাসান হায়দারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ