বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষকরা।
সোমবার বেলা ১২ টায় সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নেত্রকোনা জেলা শিক্ষক সমিতি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম তুহিনসহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ