সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। আটককৃত এসব পন্যের আনুমানিক মূল্য আড়াইকোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন পিএসসি জানান, হাবিলদার বারেকের নেতৃত্বে সোমবার ভোররাতে বিজিবি'র একটি টহল দল কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নম্বরের প্লেট লাগানো একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করে, যার মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। তবে ট্রাক চালক পালিয়ে য়ায়।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ