পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসচাপায় উপজেলা কৃষি কর্মকর্তাসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানেরহাট এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম মাহান (৪৫)।
স্বপনের বাড়ি গাইবান্ধায়। তিনি ডোমার উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা। জাকিরুল ইসলাম পেশায় মাছ ব্যবসায়ী।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নাইটকোচটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকিরুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে দেবীগঞ্জগামী মায়ের আঁচল নাইটকোচটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু'জন নিহত হন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ