সিলেটের বিশ্বনাথে সিরিজ ডাকাতির পর এবার প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের বেদার উদ্দিন চৌধুরীরর বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা জানান, রাতে একদল ডাকাত গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারা অস্ত্র তাক করে আমাদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, ১০টি মোবাইল সেট, ১০ হাজার পাউন্ড ও নগদ প্রায় ৩ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
থানা পুলিশের এসআই সুমন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এর আগে ১১ জানুয়ারি রাতে দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আলী আফসর চৌধুরীরর, ১২ জানুয়ারি অলংকারী ইউনিয়নের ছনখারীগাও গ্রামের ফয়জুর রহমান ও ১৫ জানুয়ারি দৌলতপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। এখনও এসব ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা