মাদারীপুরে একদিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পাশের খোলা স্থান থেকে মৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ''গত রাতে প্রসব হওয়া মৃত শিশুটি কে বা কারা মাতৃমঙ্গল হাসপাতালের পাশের খোলা স্থানে ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।''
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার গোপাল চন্দ্র সূত্রধর বলেন, ''সকালে আমাদের স্টাফরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃমঙ্গল) ভবনের পাশে একটি খোলা স্থানে একটি পোটলার (বস্তা) মতো দেখতে পায়। সেটি খুলে দেখা যায় একটি মৃত শিশু। পরে পুলিশে খবর দেওয়া হয়।"
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ