মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের 'মিথ্যা ঘর পোড়ানো মামলার' প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
গ্রামবাসী জানায়, উপজেলার ১৪৬নং উত্তর চর রমজানপুর মৌজায় ৫৬০১নং দাগে ৪১শতাংশ জমি নিয়ে তমিজউদ্দিন রাঢ়ির ছেলে জাহাঙ্গীর রাঢ়ির সঙ্গে একই গ্রামের মোজাহার বেপারীর মেয়ে পপি বেগমের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এ নিয়ে কোর্টে মামলাও চলছে। কিন্তু পপি বেগম কোর্টের রায়ের আশায় অপেক্ষা না করে তার বড় বোন মরিয়ম বেগমের সহযোগিতায় লোকজন নিয়ে উক্ত জমিতে জোরপূর্বক একটি রান্না ঘর তৈরি করে। আর রাতে তাতে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষদের ফাসাতে কোর্টে বসত ঘর পোড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করে। এ ঘটনায় গ্রামের নিরীহ সাধারণ মানুষদের আসামি করা হয়। এতে ক্ষোভে ফুসে ওঠে গ্রামবাসী। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ