মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আশরাফ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটক আমিনুল ইসলাম শুভরাজপুর গ্রামের গোলাম রহমানের ছেলে।
এসআই আশরাফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শুভরাজপুর গ্রামের তার বাড়ির পাশে একটি সড়কে অবস্থান নেয় তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় আমিনুল বস্তাবন্দি করে ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে রাস্তায় উঠলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
অপরদিকে, সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল ও বোতল মদ এবং বাজিতপুর সীমান্ত এলাকা থেকে ৮ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব