যশোর-ঝিনাইদহ সড়কের বিজয়নগর এলাকায় ট্রাকের ফিরোজ চৌধুরী (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে যশোর জেলার চৌগাছায় গ্রামের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজ যশোরের চৌগাছা উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
যশোর কোতোয়ালী থানার এসআই বিপ্লব হোসেন জানান, বেলা একটার দিকে একটি মোটরসাইকেলযোগে ফিরোজ চৌগাছায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে যশোর সেনানিবাসের কাছে বিজয়নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোতোয়ালী থানার ওসি শেষ গনি মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব