সিরাজগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এ সময় শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির প্রচার সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, বিএনপি নেতা আলমগীর হোসেন জুয়েল, মাজেদুল হক তালুকদার রতন, জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জববার বাবু, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিলন হক রঞ্জু ও সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন