বগুড়ার নন্দীগ্রামে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যসহ ৮জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রাম থেকে গত সোমবার ভোরে ৩টি অটোভ্যান চুরি হয়। পালিয়ে যাওয়ার সময় শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকায় আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে স্থানীয় জনতা চুরিকৃত ভ্যানসহ হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এখবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন ডাকাতকে উদ্ধার করে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করে।
আটককৃতরা হলো উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আনসার আলীর ছেলে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য শাহ আলম (২৮), একই গ্রামের গমীর উদ্দিনের ছেলে ডাকাত মাহফুজার রহমান মাফু (৫৫), ডাকাত দলের সর্দার হেলাল অরফে হেলাঞ্চি (৪০)।
এদিকে, ওই রাতেই থানার এসআই আব্দুল বারী হোসাইনী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই মাঠে অগভীর নলকূপ ঘরে (সেচপাম্পে) অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৫জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো টাকুরাই গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর তারেক (৪২), একইগ্রামের খোরশেদ আলমের ছেলে হাফিজার (৩৬), মৃত আব্দুল কাদেরের ছেলে ফারুক (২৬), মৃত বাহার উদ্দিনের ছেলে আবু হাই (৪০) ও মৃত মোশারফ হোসেনের ছেলে শহিদুল (৩৮)।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। এদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন