বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
তিনদিন ব্যাপী কর্মসুচীর দ্বিতীয় দিনের এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, একেএম আহসানুল তৈয়ব জাকির, আলী আজগর হেনা, খাজা ইফতেখার আহমেদ, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, ডাক্তার আজফারুল হাবিব রোজ, সুরাইয়া জেরিন রনি, প্রকৌশলী হেলাল উদ্দিন, শামছুল হক রোমান, ওয়াহিদ মুরাদ, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।
সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। তিন দিনের কর্মসুচীর শেষ দিনে বুধবার শহীদ জিয়ার জন্মস্থান বাগবাড়ী ও জেলা বিএনপি কার্যালয়ে গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন