বরিশালের মেহেন্দিঞ্জ উপজেলার লালখারাবাদ সংলগ্ন মেঘনা নদী থেকে ৮০ মণ জাটকাসহ আটক ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যান চৌধুরীর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেন্দীগঞ্জের উলানিয়া এলাকার সবুজ জমাদ্দার, হাবিব জমাদ্দার, মো. শাহীন ও আ. রহমান।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, নৌ-পুলিশের সহায়তায় গত সোমবার দিবাগত মধ্য রাতে তারা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ মন জাটকা সহ ৪ জনকে আটক করেন। আটকদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। উদ্ধার করা জাঁটকা এতিম ও দুস্থঃদের মাঝে বিনামূল্যে বিতরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন