ময়মনসিংহে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ গ্রেফতারকৃত সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ময়মনসিংহের এক নম্বর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহসান হাবিব মঙ্গলবার দুপুরে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাদের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
গত শনিবার রাতে নগরীর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকার নিজ বাসা থেকে নাদিম ও রাসেলকে ৩ টি বিদেশী পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন