নোয়াখালী জেলা পুলিশ মোঃ কোয়েল হোসেন (৪১) নামে এক ভূয়া পুলিশ সুপারকে আটক করেছে। আটককৃত কোয়েল হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভাঙরা নগর হাট গ্রামের আব্দুল মতলেবের ছেলে।
মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকা থেকে তাকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ থানায় পুলিশ নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত কোয়েল ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে নোয়াখালী ও ঢাকা জেলা পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে মুঠোফোনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অভিযোগ রয়েছে।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমাম জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোয়েল প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এই চক্রের বাকী সদস্যদেরকে গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন