নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে সোমবার গভীর রাতে লক্ষ্মীপুর র্যাব-১১ এর একটিদল অভিযান চালিয়ে ক্যাডার জাকির বাহিনীর অন্যতম সদস্য নজরুল ইসলাম মনিয়া (২৬)কে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে আটককৃত নজরুল ইসলাম মনিয়াকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে র্যাব। পরে নোয়াখালীর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
জানা যায়, নজরুল ইসলাম মনিয়া উপজেলার মুরাদপুর গ্রামের মৃত ধানমিয়ার ছেলে ও সন্ত্রাসী জাকির বাহিনীর অন্যতম সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর র্যাব-১১ কোম্পানি কমান্ডার নরেশ চাকমার নেতৃত্বে মুরাদপুর গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানা ও কোর্টে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মামলা চারটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে আটককৃত নজরুল ইসলাম মনিয়াকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে র্যাব। পরে নোয়াখালীর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন