সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচিতে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল এবং ৪৫ পিস ইয়াবা উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়েছে।
সোম ও মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- সুবর্ণসাড়া গ্রামের মৃত মজিবর সরকারের ছোট ছেলে আবু তালেব (৩৩), একই গ্রামের বক্কার মন্ডলের ছেলে কালাম মন্ডল (২৫) ও আজগর আলীর ছেলে সোহেল রানা (২০) ও শাহজাদপুর উপজেলার পাঠন পাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে সারোয়ার হোসেন।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণসাড়া দক্ষিণ পাড়া গ্রামের (ব্রাক অফিস সংলগ্ন) মৃত মজিবর সরকারের বাড়ী থেকে ৪৫ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।
অপরদিকে, র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি গাজী মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে শাহজাদপুর উপজেলার চুনিয়া খুলিপাড়া গ্রামে নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আটকৃত সারোয়ার হোসেনের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে পৃথক শাহজাদপুর ও বেলকুচি থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন