বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে জেলা ছাত্রদল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ এভিনিউ থেকে মিছিলটি বের হয়ে ইসলামিয়া কলেজ রোড, হাসপাতাল রোড প্রদক্ষিণের পর স্টেডিয়াম রোডে শেষ হয়।
মিছিলে শেষে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, মুরাদুজ্জামান মুরাদ, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদ, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, ছাত্রদল নেতা রঞ্জু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা