নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জের ইসবপুর নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত নারীর অবশেষে পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মহিশাটি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী বেদেনা আক্তার (৪০)। তার সঙ্গে থাকা দুই বছরের শিশু মাহিদ বেদেনা আক্তারের নাতনী।
নেত্রকোনা মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বেদেনা আক্তার তার মেয়ে মনি আক্তারের বাড়ি ময়মনসিংহ থেকে নাতনীকে নিয়ে ইজিবাইকে চরে বাড়ি ফিরছিলেন। এসময় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জের ইসবপুর এলাকায় পৌছতেই ইজিবাইকের মটরের সাথে বেদেনার ওড়না পেচিয়ে যায়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে আশংকাজনক অবস্থায় আহত বেদেনাকে ইজিবাইক চালক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবশ্য কোলে থাকা ২ বছরের শিশুটিকে হাসপাতালে রেখে তিনি পালিয়ে যান।
এদিকে, কর্তব্যরত ডাক্তার বেদেনাকে মৃত ঘোষণা করলে শিশুটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপদে পড়েন। পড়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক নিজ দ্বায়িত্বে শিশুকে শীতবস্ত্র কিনে দিয়ে হাসপাতালের আয়ার হেফাজতে রাখেন। মিডিয়া, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি মারফত মসজিদের মাইকিংয়ের প্রচারের মাধ্যমে খোঁজ পেয়ে আজ বুধবার বেদেনার স্বজনরা হাসপাতালে ছুটে আসে। এরপর পুলিশ শিশু এবং ওই নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ