নাটোর-বগুড়া মহাসড়কে খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড সূত্র জানা যায়, মনির তার যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী হার’ন রশিদ জানান, খবর পেয়ে নাটোর থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আহত একজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ