পঞ্চগড়ে বিরল প্রজাতির এক মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ভারত-বাংরাদেশের সিমান্ত সংলগ্ন গ্রাম টিটি পাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে দুর্ঘটনায় পড়ে বাঘটি। পরে মোটরসাইকেল আরোহী মোবারক হোসেন স্থানীয়দের ডেকে আনেন। গ্রামবাসী মিলে আহত বাঘটিকে ধরে টিটি পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে রাখা হয়।
এদিকে বাঘ ধরার ঘটনায় তোলপাড় শুরু হয় এলাকায়। বুধবার সকালে আশে পাশের কয়েকটি ইউনিয়নে খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মেছোবাঘটিকে দেখতে আসে। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সরেজমিনে এসে বাঘটিকে বন্য প্রাণী অধিদপ্তরের হাতে তুলে দেয়ার আহ্বান জানান। তিনি এ আহ্বান জানিয়ে চলে যাওয়ার পরই রফিকুল ইসলামসহ গ্রামের অনেকেই বাঘটিকে বন্যপ্রাণী অধিদপ্তরের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। সামাজিক বনায়নের স্টাফ আলাউদ্দিন ঘটনাটি পুলিশকে জানালে সদর থানার এস আই নয়ন মেছোবাঘটিকে উদ্ধার করে পঞ্চগড় সামাজিক বনায়ন কতৃপক্ষের হাতে তুলে দেয়।
সামাজিক বনায়নের স্টাফ আলাউদ্দিন জানান, ‘স্থানীয়রা প্রথমে মেছোবাঘটিকে দিচ্ছিলনা। তারা নিজেরাই পুষবে এরকম কথা বলছিল। অনেকে টাকা দাবি করছিল। তাই পুলিশকে খবর দেয়া হয়।’
ফরেষ্ট রেঞ্জার আরসাদুল হক জানান, ‘প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে বন্যপ্রাণী অধিদপ্তরের কাছে তুলে দেয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন