ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫০ পিস ইয়াবাসহ রফিক (৩৫) ও শুভ (২২) নামে দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া বালুরমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রফিক আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে ও শুভ নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন