নেত্রকোনার দুর্গাপুরে তেরীবাজার ঘাটে বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৫৮ বোতল ভারতীয় মদসহ ২ ব্যাবসায়ীকে আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হচ্ছেন পৌরসভার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে দোকান মালিক সবুজ মিয়া (৫২) ও উকিলপাড়ার রফিকুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩০)। অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরে আলম।
গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর এ এসপি মোহাম্মদ ইব্রাহিম ও নেত্রকোনা জেলা প্রশাসন এর কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরে আলম যৌথ অভিযান চালিয়ে তেরীবাজার ঘাটে সবুজ মিয়ার মনোহারী দোকান থেকে ১৫৮ বোতল ভারতীয় মদ, প্রচুর পরিমান যৌন উত্তেজক ট্যাবলেট ও চকলেট বোমা উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
জব্ধকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জন সম্মুখে ধংশ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সবুজ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন