উখিয়ায় জাতীয়করণকৃত রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে জটিলতা কাটছে না। জাতীয়করণের তিন বছরের মধ্যে যোগ্যতাবিহীন শিক্ষকদের যথাযথ যোগ্যতা অর্জনের সুযোগ প্রদান করার পরও অনেক শিক্ষক তা অর্জনে ব্যর্থ হওয়ায় অধিগ্রহণ বা জাতীয়করণের প্রজ্ঞাপন অনুযায়ী উখিয়ায় অন্তত ২৮ জন শিক্ষকের চাকরি অবসান হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর।
সংশ্লিষ্ট শিক্ষা অফিস প্রজ্ঞাপন গোপন করে যোগ্যতাবিহীন শিক্ষকদের টাইম স্কেল, ইনক্রিমেন্ট, ইবি ক্রসের মাধ্যমে বকেয়া বিলসহ প্রদান করার সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উখিয়া শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম ভূঞা বলেন, উখিয়ায় জাতীয়করণকৃত ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২৮জন শিক্ষকের মধ্যে ২৭/২৮ জন শিক্ষক সরকারি গেজেট অনুসরণ করে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যোগ্যতা অর্জন সনদ দাখিল করতে পারেনি। গেজেটের ৮নং বিধি মতে বর্ণিত সময় সীমার মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে নিয়োগের ৩ বছর পূর্তি তারিখ অর্থাৎ গত বছরের ৩১ ডিসেম্বর তারিখে ওইসব শিক্ষকদের চাকরি স্বয়ংক্রিয়ভাবে অবসান হয়ে গেছে। সংশ্লিষ্ট শিক্ষকদের বাদ রেখে অন্যান্য শিক্ষকদের চলতি বছরের জানুয়ারি মাসের রবতন বিল করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষা অফিসে কোনো অনিয়ম নেই এবং কোনো শিক্ষক পাওনার অতিরিক্ত নিয়ে থাকলে তা সংশ্লিষ্টরা ফেরত দিতে বাধ্য বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ