মাগুরা সদররে কাটাখালী বাজারে বুধবার রাতে ৬ দোকানে ডাকাতি হয়েছে। একটি সংঘবদ্ধ ডাকাত দল বাজারের পাহারায় থাকা ২ ব্যবসায়ীকে বেধে রেখে এসব দোকানের নগদ অর্থসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
মনিরুজ্জামান রিকু, মহররম আলী, শাহীন হোসেনসহ ভুক্তভোগীরা জানান, রাত ২টার পরপরই ১২ থেকে ১৫ জন ডাকাত দল বাজারে আসে। এ সময় তারা বাজারে নৈশ প্রহরারত ২ ব্যবসায়ী ইসহাক ও আবজালকে বেধে রেখে একে একে তাদের ৩ জনসহ সোহাগ হোসেন, টুটুল হোসেন ও জিল্লুর রহামানের দোকান লুট করে। নগদ অর্থসহ লুটকৃত মালামালের পরিমাণ ২ লক্ষাধিক টাকা।
ব্যবসায়ীরা জানান, চুরি ও ডাকাতি প্রতিরোধ করতে প্রতিদিন পালাক্রমে বাজারের ব্যবসায়ীরা দোকান পাহারা দেন। এছাড়া বাজারটি যশোর-মাগুরা মহাসড়ক লাগোয়া হওয়ায় নিয়মিত পুলিশ টহল থাকে।
এ ব্যাপারে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, 'অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কয়েকটি দোকানে তালা ভেঙ্গে সামান্য কিছু মালামাল চুরি হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। ঘটনার তদন্ত চলছে ও জড়িতদের ধরতে পুলিশ তত্পর রয়েছে।'
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ