সিলেটের বিশ্বনাথে জুয়া খেলার উপকরণসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বৈরাগীবাজার এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
তারা হলেন বৈরাগী গ্রাও গ্রামের রহিম আলী, নিজাম উদ্দিন, আমির আলী, রহমান নগরের জনাব আলী, আফতাব আলী, মোশাহিদ আলী, রোয়াব আলী, রুপা মিয়া, আছদ্দর অলী, মুক্তার আলী, মিরাশ আলী, রুহুল আমীন, নওধার গ্রামের বারিক আলী, মুক্তার আলী, গৌছ মিয়া, শফিক আলী।
এছাড়াও মানিক মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বিশ্বনাথ পুরানবাজারের মৃত ময়না মিয়ার ছেলে।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সিলেট আদালতে প্রেরণ কর হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব