বাগেরহাটের চিতলমারীতে স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও যেৌতুকের আবদার মেটাতে না পারায় গৃহবধূর উপর বর্বর নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামীসহ তার পরিবারের সদস্যরা। ওই গৃহবধুর ওপর নির্যাতনের প্রতিবাদের ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মানববন্ধনে উপজেলা মহিলা পরিষদ, স্থানীয় সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী হেলেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক হেলেনা পারভীন, মহিলা নেত্রী সঞ্চিতা সাহা, পূজা উত্যাপন পরিষদের সাধারন সম্পাদক অলীপ সাহা, যুবলীগ নেতা মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পরকীয়া ও যেৌতুকের দাবিতে গৃহবধূর উপর মধ্যযুগীয়ভাবে বর্বর ও অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায় না। নির্যাতনের শিকার শিপ্রা এখন মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে। ভবিষ্যতে আর কোনো নারী যেন এরকম নির্যাতনের শিকার না হয়। দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
গত ২৯ জানুয়ারি উপজেলা সদরের খড়িয়া গ্রামের গৃহবধূ শ্রিপ্রার ওপর তার স্বামী ও স্বশুর বাড়ির লোকেরা নির্যাতন চালায়। গত ৬ দিন ধরে মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে সে। তিনিও তার স্বামীর বিচারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ