ফেনীর সোনাগাজীতে আহছান উল্লাহ (৪০) নামে এক এক চাচাতো ভাইকে অপর চাচাতো পিটিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচাতো ভাই মঈনুদ্দিনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পালগিরি গ্রামে দীর্ঘদিন থেকে মফিজুল হক ডুবাইয়ালা বাড়ির দুই ভাই মো. মোস্তফা ও মাঈন উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে আজ বৃহস্পতিবার সকালে বড় ভাই মোস্তফা তার আরেক চাচাতো ভাই আহসান উল্যাহ (৪০) তার আলু খেতে আগাছা পরিষ্কারের জন্য দিনমজুর হিসেবে নিয়োগ করে। সকালে আহসান উল্যাহ জমিতে কাজ করতে গেলে মাঈন উদ্দিন তাকে বাধা দেয়। এসময় তাদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে। এক পর্যায় মাঈন উদ্দিন ক্ষপ্তি হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে দিনমজুর আহসানকে পিটিয়ে আহত করে চলে যায়। আহতের আত্মচিত্কারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপে্লক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত আহসান উল্যাহর স্ত্রী জেসমিন আক্তার বাদি হয়ে মাঈন উদ্দিনকে (৩৫) আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ