চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২২) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটে বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানার এএসআই মনোরঞ্জন দাশ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের রেলে কাটা পড়ে ২০-২২ বছরের এক নারী নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব