বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার নব নির্বাচিত মেয়র আলমগীর শাহী সুমন এর প্যানা পোস্টারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পৌরসভার আয়োজনে পৌর মেয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পৌর এলাকায় তার প্রচারণার জন্য বিভিন্ন এলাকায় পোস্টার, প্যানা, পিভিসি লাগনো হয়। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে একদল দুর্বৃত্ত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের দেয়ালে সাটানো প্যানা-ব্যানারে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। অগ্নিসংযোগের সংবাদ পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ওই মাঠে পেৌর মেয়র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন সারিয়াকান্দি পৌর সভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।
বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমনএ বিষয়ে জানান, উপজেলার যুবকদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের প্রচারণার লক্ষ্যে কিছু যুবক পোস্টার ও ফেস্টুন টানিয়ে দেয়। সেই ফেস্টুনে অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন।
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ