ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার পারমথুরাপুর গ্রামের বাছের আলী শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে মিজানুর নিজ বাড়িতে বৈদ্যুতিক ছেঁড়া তারের সংযোগ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব