মৌলভীবাজার সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভা মাঠে এক সমাবেশে নবনির্বাচিত মেয়র মো. ফজলুর রহমানের কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র ফয়জুল করিম ময়ূন।
নবনির্বাচিত মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, প্রেসক্লাব সভাপতি এম এ সালামসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এসময় ৯টি ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব