কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ২ নং স্লুইচ গেইট এলাকা থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যমানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ সদর বিওপির জওয়ানরা গোপন সংবাদে নাফ নদীর ২নং স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।
উদ্ধার ইয়াবাগুলো বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ