কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার রানীচড়া গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সোলেমান (২৮) ও রুবেল (২৫)।
এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ওসি রসুল আহামদ নিজামী পলাশ জানান, পুলিশ শুক্রবার ভোর ৬টায় ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ/শরীফ