আগামীকাল শনিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোট পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশি আমদানিকারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে পাথর আমদানি বন্ধের ফলে পদ্মা সেতুসহ সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হবে বলে আশংকা করা হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দর পাথর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন জানান, ভারতীয় পাথর রপ্তানিকারকদের অযোক্তিক খরচের হিসাব, নিম্নমানের পাথর সরবরাহ ও অযোক্তিকভাবে পাথরের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশি আমদানিকারকরা আগামী শনিবার থেকে ভারত থেকে ছোট পাথর আমদানি স্থগিত ঘোষণা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব জানিয়েছেন, ভারতীয় পাথর রপ্তানিকারকরা নিম্নমানের ছোট পাথর সরবরাহ করায় বাংলাদেশি ছোট পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ভারত থেকে ছোট পাথর আমদানি স্থগিত থাকবে ।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ