বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘের থেকে সত্য মল্লিক (৬০) নামে এক চিংড়ি চাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চিতলমাল উপজেলার খাসেরহাট ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের নিজ চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদনে্তর জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চিংড়ি চাষী সত্য মল্লিক প্রতিদিন নিজ চিংড়ি ঘের পহারা দিতেন। বরাবরের মতো গতরাতেও তিনি ঘেরে যান। পরে আজ সকালে স্থানীয়রা ঘেরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারণা, চিংড়ি ঘের থেকে চুরি করার সময় দুর্বৃত্তদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
চিতলমারী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, চিংড়ি ঘেরে লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ