ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সভা সমাবেশ শুরু হয়ে গেছে। ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সভা সমাবেশ ডেকে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিতদের ইতিহাস তুলে ধরছেন।
সভা ও গণসংযোগে আওয়ামী লীগের মধ্যে জড়িয়ে থাকা অনেক আলবদর, রাজাকার, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের কুকর্মের ইতিহাসও হালনাগাদ হচ্ছে। নির্ভেজাল আওয়ামী পরিবারের সদস্যকে মনোনয়ন দেওয়ার দাবি তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা। এসব দাবি প্রকাশে আনতে আজ শুক্রবার সকাল ১০টায় বলইবুনিয়া ইউনিয়নে একটি সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড মেম্বর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কে.এম জাহাঙ্গীর হোসেন এ সভার আয়োজন করেন। ব্যাপক লোক সমাগমে পথসভাটি এক সময় জনসভায় পরিণত হয়। তাদের মতে, আওয়ামী লীগে অনেক নব্য ও হাইব্রিড নেতা আছে। বৃহত্তর স্বার্থে এই ধরনের নেতাদেরকে বাদ দিয়ে স্বাধীনতার স্ব-পক্ষের ও ভেজালমুক্ত আওয়ামী পরিবারের লোকদেরকে দলীয় মনোনয়ন দেওয়া উচিত। এসব দাবি নিয়ে বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে পথসভাটি করেন যুবলীগ নেতা জাহাঙ্গীর।
সভায় বক্তৃতা করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা রানা হাওলাদার, শ্রমিকলীগ সভাপতি জয়নাল খান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম ফকির ও স্বপন মিত্র। বক্তারা দলের ত্যাগী ও বুনিয়াদী নেতাকর্মীদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ