বগুড়ার শিবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় উপজেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিনয় চন্দ্র মোহন্ত (৫২) নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী লতা রাণী মোহন্ত (৪৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চক ভোলাখাঁ মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
নিহতের বড় ভাই গোপাল চন্দ্র মোহন্ত জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এক সঙ্গে হেটে চক ভোলাখাঁ মহল্লা থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোকামতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দু'জনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় এবং পরে সাভারের এনাম আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিনয় চন্দ্রকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন রয়েছেন লতা রানী।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি একেএম আহসান হাবীব জানান, অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এর চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ