রাজশাহীর দুর্গাপুরের গোপন বৈঠক চলাকলে উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান লিটন ও ১০ নারী কর্মিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সিংগা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বর্তমানে তিনি ওইসব মামলায় আদালত থেকে জামিনে ছিলেন। শুক্রবার তার বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় নুরুজ্জামান ও ১০ নারী কর্মিসহ জামায়াত-শিবিরের ১৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন